অলখঝোরা  (02-03-2017)
রণজিৎ মাইতি


মানুষটি অনেক দিনের চেনা;
দেখা হলেই ভাব বিনিময় করি সহবত বসে।
সুপ্রভাত,শুভ সন্ধ্যা
কি, কেমন আছেন?
কেমন চলছে?
ইত্যাদি ইত্যাদি ---


প্রতিদিনের দেখায় যেটুকু চোখে পড়ে
একজন সুখি সচ্ছল মানুষের ক্ষেত্রে
যা যা শব্দবন্ধ ব্যবহার করি ঠিক তেমন তেমন


ভুলটা ভাঙলো অনেক পরে;
যেদিন পাড়ার চায়ের দোকানে --
আড্ডার ফাঁকে সরল মনে জানতে চেয়েছি,
মিস্টার মিত্র আপনার পরিবার?
তিনিও খুব সহজ ভাবে উত্তর দিলেন
'নেই,মানে বিমান দুর্ঘটনায়---'
আমি হতবাক,
না থাকতে পেরে বললাম
দুুঃখিত,আপনার সন্তান?
ভদ্রলোক মুখ নিচু করে উত্তর দিলেন
'খোকাও মার সাথে----,'
তারপর মুখ নিচু করে বাড়ির পথে হাঁটা দিলেন।


ভদ্রলোক কি কাঁদছিলেন?
চোখের কোণে তো কোন জল দেখিনি!


সে দিন বুঝেছি,
পাহাড় ঘুরে ঘুরে এতদিন অলখঝোরা খুঁজেছি।
আসলে প্রতিটি মানুষের ভেতর
আছে খরস্রোতা প্রস্রবন!