আলোর হদিস (16-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
বাবার পুঁথিগত বিদ্যা ছিলো না তেমন,
ডিগ্রি বলতে যা বোঝায় ছিলো না তার একটাও।
কেবল সম্পদ বলতে ছিল,----
আকাশের মতো উদার বুক,
পাহাড়ের মতো অটল বিশ্বাস,
আর সংসারের প্রতি অপরিসীম ভালোবাসা।


অভিজ্ঞতা থেকে তিনি যেটুকু অর্জন করেছেন---
অকাতরে দান করেছেন আমাদের মধ্যে,
যত দান করেছেন,ততই বেড়েছে তাঁর অভিজ্ঞতার ভাণ্ডার।
প্রায়শই বলতেন,--"চোখ সবসময় আলোর দিকে রাখিস।"
মাঝরাতে আঙুল উঁচিয়ে উঁচিয়ে চেনাতেন কোনটা কোন নক্ষত্র;
দেখতাম তারা চেনাতে চেনাতে ধ্রুবতারার বুকে বাবার চোখ আটকে যেতো;
কেমন উদাস মুখে অপলক তাকিয়ে থাকতেন,
তখন চেনা মানুষটিকে বড় অচেনা মনে হত!
এক্ষুনি ভাবগম্ভীর,পরমুহূর্তেই তন্ময় হয়ে যেতেন।
যেদিন বলয়গ্রাস হত,সেদিন তিনি থাকতেন মনমরা,
বারবার স্বগতোক্তি করতেন,--"না,আজ আর আলোর মুখ দেখা হলো না"
বাবার অভিজ্ঞতার আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ত আমাদের মননে।


আজ যখন দেখি,এত বড় বড় ডিগ্রি নিয়ে--
কেউ হয়েছে অফিসের বড়বাবু,কেউ মেজ,কেউবা ছোটবাবু।
দিব্বি হাত পেতে নিচ্ছে ঘুষ,
চুরির পয়সায় শ্বশুর,শাশুড়ি,বউ,বাচ্চা নিয়ে করছে বিদেশ ভ্রমণ;
অথচ নিজের বৃদ্ধ বাবা মায়ের দিকে চোখ তুলে তাকায় না একবারও।
তখন সন্দেহ জাগে,---
এই পুঁথিগত শিক্ষা,কলেজ,ইউনিভার্সিটির বিদ্যা শুধুই কি উপার্জনের মাধ্যম ?
কোথায় পাব বাবার দেখানো আলোর হদিস ?
আজ আমিও উদাস চোখে ধ্রুবতারার দিকে তাকিয়ে থাকতে থাকতে গম্ভীর হয়ে যাই !