আলোর পাপ নেই,তেমনি পাপেরও নেই আলো
রণজিৎ মাইতি
--------------
মানুষে নগ্ন করা অতো সোজা নয়;
গাছেদের মতো যার পাতায় পাতায় সবুজ আবিল,
শিকড়ে গভীর প্রত্যয়,শাখা-প্রশাখায় হাওয়ার আঘাত সহ্যের অতুল ক্ষমতা


কিংবা


যার হৃদয়সাগরে সাগরের মর্মকথা,
স্পন্দিত ঢেউয়ে ঢেউয়ে ছন্দিত লাবডুব,
যার মগজ জুড়ে বিরলতম মণি মুক্তো চুনি,হীরে মরকত----
সে মানুষে নগ্ন করা দেবেরও অসাধ্য;
যেনো নিরাভরণ প্রকৃতির কাছে আপনিই অধরা প্রকৃতি।
বরং সে মানুষ বিচ্ছুরিত রত্নচ্ছটায় কালে কালে দেব হয়ে ওঠে
যেমন আলোর পাপ নেই,তেমনি পাপেরও নেই আলো।


জেনো,যে মানুষ খুলেছে পোশাক আপন ইচ্ছায়
তাকে তুমি মানুষ ভেবো না
মানুষের ছদ্মবেশে অসংখ্য অমানুষ চিরকাল চার দেওয়ালের মাঝে বাস করে
যে কথা আমি জানি,সে কথা তুমি কি জানো না!