আলপথ (16-02-2018)
রণজিৎ মাইতি
- ------------------
আসলে আলপথই একমাত্র পথ
বাকি সব পথ ফাঁকি,শুধুই চক্রাকারে ঘুর্ণন
যদিও চাকচিক্যে,জৌলুসে চোখ ধাঁধিয়ে যায়


মেঠো পথ,সোঁদা গন্ধ,ভরে আছে অবাঞ্ছিত ঘাসে
কৌলীন্য কিছুই নেই,শুধু---
পথের দুপাশে শস্যে ভরা জমি
দুলে ওঠে পাকা শস্য উদাসী হাওয়ায়
তার মাঝে হেঁটে যায় কৃষক,শ্রমিক


দেখি,তাদের নগ্ন পা আজও
কেটে যায় ঝিনুকে,শামুকে
কেটে দেয় বিষধর সাপে
ঝরে রক্ত,ভিজে যায়,ভেসে যায় আল
রক্ত সবাই চেনে,তার রঙ
দাগ থেকে যায় আলে,---
শ্রমিকের,কৃষকের,দিনমজুরের
এটাই এ পথের আজও করুন আলেখ্য ।