অমর কিন্নরী
রণজিৎ মাইতি
-------------
লতা নেই,বিশ্বাস করিনা;
যে লতা জড়িয়ে আছে লতায় পাতায়,ভারতভূমিতে
যার শ্বাস-প্রশ্বাস,হাঁচি-কাশি ও সুখ-দুঃখ কাশী-বানারসি;
সেই লতা ভূলুণ্ঠিতা
বিশ্বাস করিনা


জীবন-মৃত্যুর এই খেলাঘরে--
লতা নেই,কোনও ভাবে নেই লতায়-পাতায়
ভাবে ও অভাবে;
বিশ্বাস করিনা


লতা নয় নিছক অশ্বিনীকুমার,বিশ্বকর্মাও নয়;
লতা,নামে লতা,আসলে মর্ত্যের অদ্বিতীয়া অমর কিন্নরী!


(06-02-22)


( কবিতাটি প্রিয় কবি অ জানার কবিতার মন্তব্যে লেখা,পরিষ্কার বলে নেওয়া ভালো  এখানে আমার কোনো কৃতিত্ব নেই। তাই লেখাটি গুণীকবিকে উৎসর্গ করলাম)