আমার অফিসে দেখি (01-10-18)
রণজিৎ মাইতি
--------------------
আমার অফিসটাই আস্ত ভারত,আগ বাড়িয়ে বলি সমগ্র পৃথিবী,অবিদ্যার ভারে ন্যুব্জ,মদ ও মাৎসর্য।কোথাও রুক্ষ মরু কোনও নদী প্রাণচঞ্চল,কলকল শব্দে কল্লোলিনী সদা বয়ে যায়,সারাদিন কর্মব্যস্ত, বিশ্রামের ফুরসত কই ? তবুও এরাই নন্দ ঘোষ।


অসংখ্য জটিলা কুটিলা কি নেই ? অথবা কুঁজি মন্থরা ? কাজে মন্থর,অকাজে উৎসাহী !আর শীতাতপ ঘরে যেনো ধ্যানে মগ্ন;যোগীন্দ্র,বস। তেল চুবচুবে চুল,নাকে সর্ষে তেল দিয়ে সুখনিদ্রা দেন,বন্ধ চোখ।ঠিক অন্ধ ধৃতরাষ্ট্র পুনঃর্জন্ম নিয়ে এসেছেন এই পুণ্য ভূমে


মহাভারতের যুদ্ধে আজও উলুখাগড়াই মরে,অপমান হজমের অমোঘ শক্তি সেই বিদুরের খুদ