আমার পৃথিবী  (08-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
টিপ্ টিপ্ বৃষ্টি পড়লে ভেতরে ভেতরে সুখ ও দুঃখের মিশ্র অনুভূতি জাগে,
মুহুর্তেই সময় কয়েক দশক পেছনে ফিরে যায়।


চোখের সামনে ভেসে ওঠে মৌজার নকশা,
নদী-নালা,খানাখন্দ,গলি-তস্যগলির কখন কোথায় লুকিয়েছি কানামাছি খেলায়
কাদের গাছের আম কতটা মিষ্টি
কোন পুকুরের জল কতটা গভীর
পাড়ার কোন ছেলেটি ছিলো ডাংগুলি সেরা
কার হাতে ক্যারামের স্ট্রাইক লক্ষ্যভেদ করত অর্জুনের মত
কার হাতে গুলির নিশানা একেবারে অভ্রান্ত


এখনও মৌজা একই আছে
শুধু নকশায় খণ্ডবিখণ্ড হয়ে গেছে আমার পৃথিবী