আমার ঠিকানা খুঁজি(29-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
আমার ঠিকানা খুঁজি আকাশের ঋদ্ধ চেতনায়
আজও জানা নেই এ তরণী কোন বন্দরে ফেলবে নোঙর
অবচেতনায় হাজারো সাকিন থাকে,মেঘের মতো ভাসমান  
দখিনে হাওয়ায় ভেসে সরে যায় কুমেরুর দিকে
কখনও উত্তুরে হাওয়ায় ভেসে কনকাচলের পথে তার অবস্থান


ভবঘুরে জীবন তো আর চলতে পারে না
উষ্ণতা পেতে হলে স্থিতু হতে হয়
বিশ্বাস ছাড়া কি ভালোবাসা টেকে ?
দিতে হবে সাহচর্য,পেতে হবে সান্নিধ্য  
তাই আমার ঠিকানা খুঁজি আকাশের ঋদ্ধ চেতনায়