অমরত্ব অলীক জেনেও (03-07-2020)
রণজিৎ মাইতি
-------------
আমি কোনো মৃত্যুই দেখতে চাইনি;
না স্বপ্নের,না বাস্তবের


যদিও স্বপ্নের গোলাপ কুঁড়িটি বাস্তবের মাটিতেই আছাড় খায়;
ঠিক ঝরে পড়া প্রাচীন হলুদ পাতাটির মতো !


তুমি 'মহাকাল মহাকাল' বলে দু-ফোঁটা অশ্রু মোচনে নির্ভার হও
তখনও আমি নতুন সূর্যোদয়ের অপেক্ষায় ভাসতে থাকি জলবিম্বের মতো


না,নীলাকাশ কোনও অলীক কল্পতরু নয়;
যেখানে একটা অঙ্কুর হাজারটা সুবাতাসের বার্তা বাহক


ঠিক আমার মতো সেও মৃত্যু চায়না;
অমরত্ব অলীক জেনেও!