আমায় রোদ্দুরে পেয়েছে(30-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
আজ আমায় রোদ্দুরে পেয়েছে
যেমন ক্ষুধা পায়,তৃষ্ণা পায়
বাহ্যজ্ঞান শূন্য নয়,শূন্যতা অসীমে


প্রতিটি স্পন্দন ছুঁই বিপ্রতীপ ঘাতে
যেভাবে প্লাবন ছড়িয়ে পড়ে অববাহিকায়
আসলে ধমনীও নেশাগ্রস্ত;শিরায় শিরায় কবুতর কথাকলি অমৃত সমান
উফঃ আফিমে আসক্ত হলেও
বাথরুমে আসক্তি গভীর
যেভাবে ঘন কুয়াশার স্তর ভেদ করে কুহক জীবন
সেভাবেই আজ আমায় পেয়েছে রোদ্দুরে  


বৃষ্টিতে কি পায়নি কখনও ?
ভাবের অভাব থেকে রত্নস্বরূপ যতো যত্নআত্তি
অতল তলদেশ থেকেও তাই তুলে আনি নানা মেটাফর
স্নিগ্ধ চাঁদনি রাত,সবুজ বনানী
সাজাই বনসাই দিয়ে খুশির বারান্দা
বন্ধুর পথ ছেড়ে সমতল ভূমি
হায়,চূড়ান্ত সহবাসও জন্ম দেয় চরম তিক্ততার !


অবশ্য অভিনব আয়োজনে হয়তোবা প্রয়োজন মেটে
দূরাভাষে সেরে নিই ছাইচাপা আগুনের ক্ষোভ
যদিও মেটেনা রোদ্দুর তৃষ্ণা এই ইটচাপা শ্বেতঙ্গী কচি দূর্বার