আমি জানি,আপনিও (22-04-2019)
রণজিৎ মাইতি
--------------------
তুখোড় বাগ্মিতা কখনও ছিলোনা;তেমন মেধাও নেই আধুনিক গীতা রচনার
একটা বুক ছিলো স্ফটিকস্বচ্ছ;নিখাদ আলো যার বিচ্ছুরণ


অবশ্য মঞ্চ যাদের স্বর্গ;বোধিমূলে বাড়ে কল্পতরু
রগ ও গলার শিরা ফুলিয়ে বানায় সত্য-মিথ্যের সুস্বাদু খিচুড়ি
হাততালির বন্যায় ভাসতে ভাসতে ফেরি করেন অলীক স্বপ্ন ও সুখ
সেদিকেই ঝুঁকে পড়ে মায়াবী প্যারাডাইস!

অথচ আমি জানি,আপনিও
চিমনির মুখ কতোটা উদ্গিরণ করে কালো ধোঁয়া
ভক্ ভক্ ভক্,কার্বন মনো ও ডাই অক্সাইড


আলো-কালো কথায় টেনে আনি দৃষ্টান্ত স্বরূপ  আলপথ
তুমি কি কোদাল চেনো,অথবা কাস্তে ?
লাঙলের ফলা দিয়ে কখনও চষেছো কি মাটি !
বিখাউজে সেলীকল,সেরিডনও কি রিটেল করোনি?
তবু কেনো যেনো বেড়ে যায় মাথার যন্ত্রণা !


আসলে কিছু রোগের আজও কোনও সমাধান নেই
সুষুপ্তি গভীর থেকে গভীরতর প্রদেশে টেনে নিয়ে যায়
মনে পড়ে কালরাত্রি;বেহুলার বাসরে ওত পেতে থাকে অমানিশা
তাই  কাগুজে গল্পকথায় উচ্চানাদে প্রচার ফিকির