আমি ও কবি(02-12-2018)


রণজিৎ মাইতি


---------------------


সুনীল আকাশে চাঁদ ও তারা
                                   গায় যে তাহার গান
মেদিনীর ওপরে মাটির কবি
                                 ভাঁজে একা সুর তান


অলির মতো গুন গুন করে
                                   গুণী কবি গান গায়
আমি নির্গুন বুঝে না বুঝেই
                                 আহা আহা করি তায়


মরমি কবি সমাদর ভেবে
                                  আমায় জড়িয়ে ধরে
বলি কবি আমি অতি নির্গুন
                                    হাতটি রেখো শিরে


আমার কথা শুনেই কবির
                                   দুচোখ ভাসে জলে
এ ধরায় খুব কম জন আছে
                          সোজা কথা সোজা বলে


দুপাতা পড়েই মনে করে জ্ঞানী
                                  ফুলে ওঠে বুক গর্বে
মহা সমুদ্রে আমি ছোট ডিঙি
                                  বুঝেছি জীবন পর্বে


কবিতাটি শ্রদ্ধেয় কবি চিত্ত রঞ্জন সরকার মহাশয়ের কবিতার মন্তব্যে লেখা । তাই উনাকেই উৎসর্গ করলাম