আমরাই জটিল করি(25-12-2018)
রণজিৎ মাইতি
--------------------
আমারাই জটিল করি,ভাবিও তেমনই
অথচ মেঘ মেঘের মতো,জলও তরল


পথ ভাগ হয়ে যায়,দেখা মেলে অজস্র পথের
সব পথ এসে মেশে,সবশেষে সেই এক পথে


আকাশে অসংখ্য তারা,স্বাতন্ত্র্যে প্রতিটিই স্বতন্ত্র স্বাধীন
জটিল ভাবতে গিয়ে,পরাধীনতায় আমরাই ভুগি দিন দিন


হাওয়া বয়,বাজ পড়ে;ঝরে যায় একদিন প্রতিটি পল্লব
গজায় আবারও নতুন নতুন কুঁড়ি,প্রকৃতির এটাই নিয়ম


কাক ডাকে ভোর হয়,সাঁঝের আগেই ফেরে বলাকার সারি
নিয়মকে অবজ্ঞা করে----
পড়ছে গভীর দঁকে,চলছে না মানুষের কোনও জারিজুরি


ছান্দিক নিয়মেই চলে প্রকৃতির প্রতিটি অনু- পরমাণু
অথচ সহজকে জটিল করে---
এই ভব পারাপারে,আমরাই খাই হাবুডুবু