অমৃত খুঁজেছি আমি(08-12-2018)
রণজিৎ মাইতি
---------------------
অমৃত খুঁজেছি আমি
অজ্ঞান,শুনেছি সমুদ্র মন্থনে
দেব ও দানবের সেই হাহাকার


আগুন হজমে হয় মানুষ অমর
ঋদ্ধতার অন্য নাম আগুন বরণ


দেবতার দায় নেই,
নন্দন কাননে প্রমোদ ভ্রমণে কেটে যায় দিন!
দানবের ?


যুদ্ধের দামামা বাজে,রণভেরী শুনি
অনেক যুদ্ধের পরে
পার হয়ে আসে যোনিমুখ
শুরু হবে অন্য লড়াই
যমদগ্নি ঋষি পুত্র ক্ষত্রিয় নিধনে রত হবে
অমিত বল চাই,জল মাটি হাওয়াও অনুকূলে নেই
অমৃত বোঝে না শিশু,বোঝে মাতৃস্তন
পান করে মহাসুখে চুক্ চুক্ চুক্