অনন্ত প্রবাহে  (29-03-2018)
রণজিৎ মাইতি
- ------------------
হাঁটছি যেভাবে আজ,চলছি ফিরছি--
আগামী,অনাগত দিন কোন পথে যাবে ?
দেহের সমস্ত শক্তি জড়ো করি,বৌদ্ধিক কায়িক।


রেখে দিই ফুল পায়ের কাছে,ঋতুর অমোঘ আবর্তনে পট বদলায়,পচে যায় ফুল একদিন।


তাপমাত্রা বাড়ে কমে,কখনও বরফ জমে পরক্ষণেই তুষার গলে জল,কুলকুল শব্দে ঝরে যায় ঝোরা,কি মিষ্টি ও স্বাদু জল অনন্ত প্রবাহে


চেয়ে থাকি স্রোতের দিকে,অনুকূলে ভেসে যায় শৈবালদাম,গোধূলিতে ম্রিয়মান স্নিগ্ধ রোদ, জলের উপর মোহময় আবেশ রেখে যায়।বাঁচার অদম্য ইচ্ছায় আজও জাপটে ধরি ভাসমান খড়কুটো যতো