অন্ধকার ঘরে (28-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
মাথার উপরে জমে আছে ঘন কালো মেঘ,
এ ঘরে রোদ্দুর দেয়নি উঁকি বহু বহুকাল !
তরাইয়ের মতো স্যাঁতসেঁতে ঘরে----
প্রাচীন দেওয়াল জুড়ে ফার্ণের ছোপ ।
আশায় আশায় থাকি---
এক চিলতে রোদের আকাঙ্ক্ষায় ।


হয়তো ততদিনে এই পৃথিবীতে---
মানুষ নামক প্রাণী নিশ্চিহ্ন হয়েছে,
তখন আলোর কি কোনও প্রয়োজন আছে? সময়শার্দুল তুলে আছে উদ্ধত থাবা,
দৌড়োয় চিতার মতন অথবা তারচেয়েও দ্রুত
ঘন্টা,মিনিট মেনে,সেকেন্ড হিসেবে ।


সময়ের কি প্রসারণ গুনাঙ্ক আছে ?
অন্ধকার এই ঘর ভাবনার যথার্থ সময়  
বস্তুর দৈর্ঘ্য,প্রস্থ,ব্যধ সহ সীমা পরিসীমা
যদিও রাশহীন ভাবনায় এসে যায়---
                                  রোদ,বৃষ্টি,ঝড়
যেমন প্রতিটি বৃক্ষ ছড়ায় মূল মাটির গভীরে
সেভাবে সময়,কালসিন্ধু সিঞ্চন করি


দেহে কতটুকু রক্ত আছে ?
শেষ বিন্দু নিংড়ে দিয়ে---
রোদ আর কালের হিসাব কষি মনে মনে
তখনও এ অন্ধকার ঘরে চলে আগন্তুক রোদের বাহানা