অন্তরজাল (14-05-2018)
রণজিৎ মাইতি
--------------------
উত্তোরণ নিয়ে কতো কথা বলি
গর্বে ফুলে ওঠে বুক বেলুনের মতো  
পৃথিবী কি হৃদয়ের চেয়েও বিস্তৃত ?


একই বিন্দুতে দাঁড়িয়ে দেখি উদয় থেকে অস্ত
দিনলিপিতে যেটুকু আলোড়ন সেটুকুই নিজস্ব  
সামনে দিয়ে হেঁটে যায়---
শৈশব,কৈশোর,যৌবন।
টনক নড়ার আগেই আসে জরা।


অনুভব করি,
অজান্তেই হৃদয়ের বুকে আঁকা হয়ে গেছে সুখ-দুঃখের লেখচিত্র  
সেখানে সাফল্য নেই,ব্যর্থতা নেই
হাজারো সূচিমুখে বিদ্ধ হৃদয় আকাশ,
তবুও জড়িয়ে যাই অন্তরজালে।