অনুঘটক(27-03-21)
রণজিৎ মাইতি
-------------
একজন কবি বলেছিলেন----
সমাজে অনুঘটকের আজ ভারি প্রয়োজন।
কে না চায় নতুন উদ্দিপক এসে উদ্দিপনা ছড়াবে সমাজে
উদ্ভাবনী শক্তি দিয়ে জয় করে নেবে সেই নবীন শাক্ত


তাই আমিও সহমত জানিয়ে বলি,---
সেই অনুঘটকটির নাম হোক 'উৎকর্ষ'
যার তেজ সূর্যের মতো
হৃদয় আকাশের মত
আর আকাশ বাতাসের মতোই প্রবল
আপন রজঃগুণে শ্রাবণের রিম্ ঝিম্ বৃষ্টির মতো রজঃস্বলা করবে পৃথিবী