অনুকাব্য 18
রণজিৎ মাইতি
-------------
ক্লান্ত দেহে পৃথিবী ঘুমিয়ে পড়ে,
নরম বিছানা,তুলতুলে বালিশে রাখা মাথা
মাথার উপরে ফ্যান বনবন ঘোরে


অসুস্থ চাঁদের মুখ চেয়ে---
জেগে থাকে বহতা নদীটি,একা রাতভর
তার চোখে ভোর নেমে আসে ।