অনুকাব্য 23
রণজিৎ মাইতি
-------------
বছর কয়েক দেখছি----
কবিতার পাঠক সংখ্যা ক্রমশ কমছে
একদিকে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার মানুষকে টেনে নিচ্ছে কাছে  
অন্যদিকে আধুনিকতার নামে নির্মিত কাব্য কাব্যরসিকের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে
স্বতঃই কবিতার সাথে পাঠকের সম্পর্ক এখন চিন্তার কারণ হয়ে উঠছে
উদ্বেগে কবিতার শব্দও হয়ে যাচ্ছে বিজ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল
গর্ভবতী চাঁদ,চাঁদির স্তন আর প্লাস্টিক ডিম ডিজিটাল প্রেমের প্রসব
কেউ একবারও ভাবছে না চাঁদ নারী নন সবার মামা

সমীক্ষার সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে  
কবিতা পাঠক ও হাতে স্মার্ট ফোনের সম্পর্ক  ব্যস্তানুপাতিক
যে হারে মানুষের হাতে দিন দিন শোভা পাচ্ছে চ্যাটিং মেশিন
অদূরে কবিতার মৃত্যু কি অবশ্যম্ভাবী ?


আসলে সমস্যা এখানেই---
মাইক্রোচিপ কবিতা চেনেনা
কবিতা রক্ষণশীল;পড়ে আছে মান্ধাতার আমলে
স্যারোগেসি মানতে চায়না;টেস্টটিউবে ঘোর অনীহা
অথচ প্লাস্টিক দুধ ও ডিম বাজারে দেদার বিকোচ্ছে
আমরা নীরব দর্শক;দেখি এখন কে জেতে
বিজ্ঞান না কবিতা