অনুকাব্য 37
রণজিৎ মাইতি
-------------
সংজ্ঞা ভাবতে গিয়ে---
রোপণ করি মাঠে মরিচের বীজ;


প্রকৃতিও উদার তেমন
জানি পেয়ে যাবে যাহা প্রয়োজন
জল,হাওয়া,- - - - - - - আলো।


যদিও আগামী বলবে কথা
সম্ভাবনা কতোখানি জলো কিংবা ধলো !!