অনুকাব্য 9
রণজিৎ মাইতি
-------------
মায়ের জঠর থেকে যে মুখ বেরিয়ে আসে
সে মুখেই ক্ষুধা লেখা আছে।
বর্ণময় ক্ষুধা,লালে নীলে সবুজে হলুদে----
বাইরের চড়া রোদে তাকাতে পারে না।
তাই বুঝি কেঁদে ওঠে নতুন প্রভাত