আপাত রোশনাই(11-01-2019)
রণজিৎ মাইতি
--------------------
প্রভাত ফেরীর শেষে এক আকাশ আলো মেখে ফিরে আসি বাড়ি
বিগত সন্ধ্যার স্মৃতি ফিকে হয়ে গেছে
উৎসারণের অর্থ আশাবাদ,ভোরের আকাশ
তুমি বলো চরৈবেতি,সুমিষ্ট প্রভাতী
থলে হাতে বেরিয়েছে কানাই বোষ্টম
'মাধুকরী'এই তার কাজ


এখন বারোটা বাজে,
গনগনে আঁচ চারপাশে
আমারও বেজেছে বারোটা কানাইয়ের মতো


একটু শান্তি দাও,স্বস্তি কিছুটা
গোধূলিও নেমে আসে প্রত্যাশা মতোই
তারপর সেই অন্ধকার,হায় চিরায়ত কালো!
আলো আঁধারিতে এই বেঁচে থাকা হলো আপাত রোশনাই