আপেক্ষিক (27-01-2018)
রণজিৎ মাইতি
--------------------
এই মনে হলো পূর্বের জায়গা থেকে সরে এলাম;
না না আগের জায়গাতেই আছি।
এক্ষুনি যা সুন্দর পরক্ষণেই কুৎসিত


এভাবেই দোলাচলের মাঝে এসে পড়ে সময়
আশ্চর্য যাকে নিয়ে কাজ কারবার
তারই নেই যথার্থ সময় জ্ঞান
সেকেন্ড,মিনিট,ঘন্টা মেনে এগিয়ে চলে
অথচ সামনে ধরে রাখে দীর্ঘ নির্ঘণ্ট
আরে বাবা!ভাবসাগরে ডোবারও অবকাশ চাই


আমি কি পাখি জন্ম চেয়েছি ?
মাকাল ফলও হতে চাইনি কখনও


মূল্যায়ন যারা করতে চায় করুক
অধীত বিদ্যার বাইরে লিঙ্গ নিরপেক্ষ সৌন্দর্যই আলোচ্য বিষয়
তাছাড়া মানুষও অমৃতের সন্তান