আপনি,তুমি ও তুই(28-09-21)
রণজিৎ মাইতি
--------------------
আপনি যতো দ্রুত আপনি থেকে তুমিতে নেমে আসেন;
আমি ততো তাড়াতাড়ি বুঝতে পারি তুমিত্বের মাধুর্য।


যাদের কাছে যেকোনো সম্পর্কের শুরু এবং শেষ শব্দ 'you'
নিশ্চিত,তারা এসব বুঝবেন না;
কতোটা ভাঙচুর হলে 'তুমি' ডাকা যায়,
কতোটা ব্যথিত হলে ব্যথামুখে স্বতস্ফুর্ত ফুটে ওঠে তুমি,তুইজুঁই।


যেমন মা-বাবারা ভাঙতে ভাঙতে অবলীলায় হয়ে উঠেন ব্যথা-সমাহার,সন্তানের মুখ!