আর একটি মৃত্যুর অপেক্ষা(01-04-2019)
রণজিৎ মাইতি
--------------------
চৌত্রিশ সংখ্যাটি আজও তাকায় কি সকরুণ !
মৃতের প্রতি নিছক শ্রদ্ধা জ্ঞাপনেই অভ্যস্ত সমাজ সংসার  
ধূপ,রজনীগন্ধা ও এক চিলতে আগুনেই জানিয়েছে বিদায় শুভেচ্ছা
না,খিস্তি খেউড় এখন অতীত  
লেলিয়ে দেয় না কেউ শেয়াল কুকুর


অবশ্য যারা প্রত্যাশা জাগিয়ে লাগিয়েছে হাত বিখ্যাত প্রয়াণে
মুখে শ্লোগান ছিলো শুধুই 'উন্নয়ন'
তাদের আচরণও ভাবায় মানুষে
নির্লজ্জও লজ্জা পায়;ইতিহাস মুখ ঢাকে অন্ধকার ঘরে
হায়!এই ঘোর দুর্দিনে বাংলা কি তাকিয়ে আছে আর এক মৃত্যুর দিকে?