আশাবাদ ব্যক্ত করি(19-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
আশাবাদ ব্যক্ত করি সহজাত আকাঙ্ক্ষার কাছে
হে চন্দ্রিমা আমাকে ভেজাও,
                                      উদোম ভেজাও


কতোটা কাতর হলে সিক্ত হবে রাত ?
অনুষঙ্গে নেমে আসে---
                                   অন্ধকার সিঁড়ি


বৃষ্টিকথা টুপটাপ,সুরে রিমঝিম
ময়ূর-ময়ূরী আর দাদুর-দাদুরী
নিবেদন করে প্রেম একান্ত গোপনে


মানুষের রক্তে প্রেম,আলোকিত প্রেম
                                 আর ভালোবাসা বাসি
প্রিয়া,তবে কেন দাঁড়িয়ে রয়েছো একাকীনি?
                              মুখে আঁকা ঘন অমানিশা।                
চাঁদমুখ কখনও কি হয় গ্রহণ কাতর ?  


আলোর ঝরনাধারায় যেভাবে রাত সিক্ত হয়
রাত মানে কেবলই কি অন্ধকার ?
জোছন বৃষ্টি,ঝিঁঝিঁ ডাক,খদ্যোতিখদ্যোত
                  
সেভাবেই হৃদয়ে বসন্তদূত---
               আমৃত্যু চেনা সুরে হৃদয় ভেজায়