আ শ্র য় (18-052017)
রণজিৎ মাইতি


নামাবলী গায়ে জড়ানোই আছে
মন্দিরে এখন অবাধ প্রবেশাধিকার


মাথায় নমাজি টুপি ও খান ড্রেস
জানি মসজিদে কেউ বাধা দেবেনা


অন্য ধর্মগুলোও বহন করে
পোশাকে নিজস্ব পরিচয়  


সাধারণ মার্জিত পোশাকে
গাছ তলায় বসে হাওয়া খাচ্ছি


গাছ তার আশ্রয় থেকে
সরে যেতে বলেনি


ছায়া দিয়েছে হাওয়া দিয়েছে
সম্প্রদায়গত ছুতমার্গ রাখেনি


দেখি রং-বেরঙের প্রজাপতি
ফুল হতে ফুলে বসছে
অবারিত তার যাতায়াত


বিচিত্র বর্ণময়তা--
এখানে কোন প্রশ্ন তোলেনি


জানিনা ধর্ম কবে
এই গাছতলার মতো হবে