আস্থা অনাস্থা (19-07-2019)
রণজিৎ মাইতি
--------------------
আমি নাচতেও পারিনা কিংবা নাচাতেও
এমনকি ওঠা-নামার ক্ষেত্রেও সমান সত্য
আবার যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিও চিরায়ত নয়
তবু চেতনায় পাকদণ্ডি আজও সবুজ


অথচ বেঁচে আছি এই ভাবনাটাই  
যেমন প্রখর উজানের দিকে ঠেলে দেয়  
তেমনই হাওয়ার প্রতিকূলে সজাগ শিরদাঁড়া


অবশ্য ছড়িয়ে পড়া প্রতিটি রেণু আজও পূর্ণ আস্থাশীল  
আসলে এ মাটি অহল্যা হলে
সইতে কি পারতো কখনও জানকীর ব্যথা?