আসুন জলবাদ্য শুনি(13-11-2019)
রণজিৎ মাইতি
--------------------
আসুন গল্প করি,শুনি---
একে অপরের সুখ-দুঃখ,আনন্দ-বিষাদ
ছুঁয়ে ছুঁয়ে দেখি কাশ ও শিউলির শুভ্রতা ,রঙ্গন পলাশের লাল


যদিও যাপনচিত্র ব্যস্ত চড়ুই
ফুরুৎ ফুরুৎ তার মৃদঙ্গ ঝঙ্কার
ঝরা পাতার মতো উড়ে যায় অজানা অচেনা গন্তব্যে
চিনে আলোর মতো সহজলভ্য সুখ কাম্য তার
এটুকুই চিত্রনাট্য,নামটি 'অহল্যা' হলেও চরিত্রে পাষাণ


পাথরও গভীর রাতে কাঁদে একাকী নির্জনে
কান্নার কি গন্ধ নেই ?
বর্ণ কি সুখকর বা স্বাদ কি মধুর ?
অবশ্য গন্ধ চেনার মতো নেই গন্ধবনিক
আজ মাকালের কটু গন্ধে ভরে আছে চেনা আশপাশ
পড়শি উঠোনে ধূপ-ধুনো অথবা চন্দন দেয় না কেউই
কিংবা আলোচাল চর্চিত চারু আলপনা
তখন খেচরও কি ভালোবাসে নিঃস্ব ও রিক্ত নীড় ?


তাই আসুন,
উষ্ণতা মাখি একে অপরের
জল ছুঁয়ে জলবাদ্য শুনি