আসুন ক্লান্তি লিখি(10-11-2019)
রণজিৎ মাইতি
-------------
আসুন 'ক্লান্তি' লিখি হেমন্ত সন্ধ্যায়  
কামঠ শরীর জুড়ে স্থায়ী ক্ষতদাগ,দারুময়
কে কেটেছে চারুময় এমন আঁচড় ?
পড়ে আছে ঝরা পাতা মাটির উপর।


যদিও বিরামের চ্যুতি কোণে সরণ কৌণিক;
চাঁদ আঁকি,তারা আঁকি
নিহারিকা ছুঁয়ে ছুঁয়ে জল মাপি গভীরতা কতো
ক্ষার,নুন ও জৈব দ্রাবক।


ঘন হয়ে এলে মেঘ ও আকাশ
সবকিছু ফেলে মাখি জলের আরক
উফঃ ক্লান্তির কাছাকাছি বিশ্রামের সৈন্ধব নির্মোহ!