অতীত সোনালী(26-05-2019)
রণজিৎ মাইতি
--------------------
হারিয়ে যাওয়া রত্নগুলো সবচেয়ে দামি মনে হয়
সম্পর্কের প্রশ্ন বলো অথবা প্রেম


কাছাকাছি থাকা মানে ঠোকাঠুকি থাকে
মানকলি প্রেমের আরক,কখনও চরম তিক্ততা
যেভাবে সহজেই ভেঙে যায় চায়ের কাপ-প্লেট
সেভাবেই কাঁচের পৃথিবী ঝুরো ঝুরো গুঁড়ো গুঁড়ো হয়
নিজস্ব আকাশে ঘন হয় মেঘ,রাখঢাক নেই কোনও ডাকে গুড়গুড়  


প্রয়াত বাবার কথা খুব মনে পড়ে  
শ্রেষ্ঠ রত্ন,তর্কাতীত ঔজ্জ্বল্যে অনন্য
দিবালোকে দিবাকর রজনীর চাঁদ
ঠিক যেনো ধ্রুবতারা আপন আকাশে  
দূরে থেকে অতি কাছে জ্বলজ্বল করে
জাগায় স্পন্দন হৃদে বুকে চকমকি  
কথা কাজ খুঁটিনাটি প্রতিটি কদম
স্মৃতির পর্দায় ভাসে উদ্ভাসিত মুখ


চেতনা আচ্ছন্ন করে মনন উর্বর
জীবনে চলার পথে মতান্তর ছিলো
তখন বুঝিনি রত্ন এতোটাই দামি
কতো দিন কথা বন্ধ মুখ দেখাদেখি
প্রয়োজনে ভেঙে গেছে মান অভিমান
অভিমানে চলে গেছে আজ বহুদূরে
তাই তো আচ্ছন্ন মন শ্রেষ্ঠ রত্নাকরে


আসলে হারিয়ে যাওয়া রত্নরাজি সবচেয়েই দামি  
সম্পর্কের প্রশ্ন বলো অথবা প্রেম  
নিজস্ব আকাশে আঁকে রামধনু রঙ
তাই তো অতীত সদাই সুবর্ণ মণ্ডিত