এটুকুই মহাকাব্য(27-06-2019)
রণজিৎ মাইতি
-------------
কাজ না থাকলে বেডরুম ছেড়ে ড্রয়িংরুমে বসে ভাজি খই
রোমান্টিক গান অথবা মুভি মিষ্টি প্রেমের
ব্যাক্তি ও গল্পের বিষয় মিলে গেলে স্বতস্ফূর্ত বলি 'ক্যায়াবাত'  
আসলে পুরো উপাখ্যান জুড়ে দুই আর দুই মিলে চারের গল্প


এভাবেই দাম্পত্য সকাল গড়ায় বেহাগ মধ্যাহ্নে
সুনীল আকাশ ঢাকে কিছু অভিযোগ ও অভিমানের মেঘে
গুমোট হাওয়ারও থাকে বৃষ্টির দাবি
আর অস্ত যাওয়ার আগে পূব আকাশ জুড়ে মস্ত রামধনু


এখন বৃষ্টির জলে মেঝে সপসপে  
কার্পেট ভিজে,চুইয়ে যাচ্ছে জল বারান্দার দিকে।
গড়িয়ে নামবে নিচে টুপটুপ করে
নালা উন্মুখ আছে;শুধু জমে আছে দু-একটি ঝিনুক শামুক
বহমান জলস্রোতে ভেসে যাবে জঞ্জালের মতো
এটুকুই মহাকাব্য;বাদবাকি শুধুই দীর্ঘশ্বাস