আঁতুড়েই স্বরকম্প বাঁধা হয়ে গেছে (23-07-17)
রণজিৎ মাইতি
---------------------


সাদা গোলাপ লাল রঙে্ রাঙিও না ,
আমি গোলাপের রঙ্ লালই দেখছি ।


স্নায়ুকোষ ভিন্ন কথা বললে বলুক,
তবু গাঁধা নয়,গোলাপ দুচোখে দেখছি।


চেতনা অন্য কথা বললে বলুক,তবুও দেখি,-
ছেঁড়া কাঁথায় শুয়ে লক্ষ টাকার স্বপ্ন ।


স্বপ্ন বা কাঁথার দোষ দিইনা,খেলা অবচেতনের
মনে হয় আতুড়েই স্বরকম্প বাঁধা হয়ে গেছে ।