বাগান গড়তে চেয়েছি (07-02-2019)
রণজিৎ মাইতি
--------------------
একটা বাগান গড়তে চেয়েছি;খোলসা করে বলি---
আসলে ফুল ফোটাতে চাওয়া
রং-বেরঙের ফুলে ভরে থাকবে সাধের মালঞ্চ
আর মক্ষিকার গুঞ্জরণ


কোলাহল ভালোবাসি কিনা তর্ক সাপেক্ষ
তবে পাড় বিভ্রাটে বিচলিত হই
অকূল দরিয়ায় একদিকে মায়ের ক্রন্দন অন্যদিকে গিন্নির অমোঘ টান
বদলে যায় পরিবারের সংজ্ঞা
একান্নবর্তি পরিবার উষর মরুতে খোঁজে জল


এইটুকুই তো চাতক জীবন !
কাদাখোঁচা পাখির মতো মুখগুঁজি হারানো শৈশবে
বেরিয়ে আসতে চায় অবরুদ্ধ কান্না!