বাজি হারতে হারতে(21-10-2017)
রণজিৎ  মাইতি
---------------------
বাজি হারতে হারতে---
শিখে নিচ্ছি বাজি আর ফানুস উড়ান।


মগজের জোর কমে গেলে---
গলায় আস্থা,আছে বরাদ্দ গলাবাজী ।
গলা খাটো হয়ে এলে,কৃত্রিম হলেও----
কিছু শব্দতো করতেই হয়,
অবশ্য শব্দ না বলে বলি আওয়াজ।
এখন এটাই রেওয়াজ।


বাহ্ বাহ্ দারুণ,
এভাবে কিছু হাততালি কুড়োতে কুড়তে
অভিবাদনে নত মাথা,উচ্চে স্বপ্নের ফানুস।
উড়ে সাউথ ব্লকে,নবান্নের ছাদে।