বাক স্বাধীনতা (22-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
সভা-সমাবেশ,সেমিনার করতেই পারি---
গলার শিরা ফুলিয়ে,হাত পা ছুঁড়ে বলতেই পারি---
দিতে হবে,দিতে হবে।


এটুকুই আমাদের বাক স্বাধীনতা
গোধূলির স্নিগ্ধ রোদ্দুরে ভিজে নেওয়া
আঃ ! কি আরাম,কি আরাম


অথচ জানা নেই,----
তন্তুজাল কতটা নিবিড়
চক্রব্যুহ থেকে বেরোনোর পথ


আসলে মালারচনায় লাগে,---
                                      চেতনার আলো।
স্মৃতিফুল,উদ্ভাবনী রঙ আর উদার আকাশ।
                                    
                ----ভুলে যাই,----
বোবা মানুষও ভেসে যায় চোখের ভাষায়
বিনিময় করে শ্রেষ্ঠ সম্পদ সৃষ্টির আনন্দে