বকমবকম  (02-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
আমার বুকের পরে বুক নয় রক্ত শুয়ে আছে
হৃদয়ের কোণায় কোণায় তাই গভীর প্রশান্তি


আসলে চারপাশে এতো এতো চাপ
মনে হয় ডুবে আছি অতল পাথারে
উর্দ্ধ,অধঃ ও পার্শ্ব চাপে মানুষ জেরবার  
পাথর চাপা বুকে রক্তচাপ ওঠানামা করে
তখনই টরিসেলীর শূন্যস্থান ভরে যায় নির্ভার স্নেহের আবেশে
বুকের পরে নিছক বুক নয় কবোষ্ণ রক্ত


ইট কাঠ পাথরের জঙ্গলে ঘুরে অসহায় মানুষের মুখ
চারপাশে লোলুপ হায়না ও ধূর্ত শেয়াল
অথচ মানুষ সান্নিধ্য চায়,উষ্ণ আবেশ
এ চাওয়া কি ভুল কিছু,নাকি অপরাধ ?
জীবনের রঙ্গমঞ্চে ভুল ঠিক দূরে ঠেলে
মনপাখি নিরানন্দে ডেকে যায় বকমবকম