বন্দর (03-08-2018)
রণজিৎ মাইতি


এক বন্দর ছুঁয়ে আর এক বন্দরের পথে নাবিকের চোখ
ক্ষয়াটে শরীর জুড়ে শ্রমক্লান্ত বিন্দু বিন্দু ঘাম
রক্তে কি অস্থিরতার বীজ রোপিত হয়েছে ?
আজও নাবিক নাছোড়,জীবনের দাবী মেনে তাকে যেতে হবে
হলুদ পাতার ফাঁকে মুখ গুঁজে বসে থাকা কুবো ডেকে যায়
বয়সের গাছপাথর নিয়ে ভাবনার সময় কোথায়
তাদেরই ছাপোষা জীবন,যারা মহারণে ক্লান্ত বিবশ
এর বাইরে যারা তারা বন্দর প্রেমিক
সময় পশ্চাতে ফেলে সম্মুখে তাকায়
এ নাবিক তেমনই একজন
তার মাথার ভিতরে পোকা কিলবিল করে
এ পতঙ্গ কখনও কি মরে ?
আসলে প্রেম এক বন্দরের নাম !