বাংলার গ্রাম  (02-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
আজও বাংলার গ্রাম আছে বাংলার গ্রামে !
মাঝে বয়ে গেছে গঙ্গার জল অনেক দূরে;
সেই রাত,ঘুট্‌ঘুটে কালো যা ছিলো বছর কুড়ি আগে।


অবশ্য মাঝে মাঝে ভোর যে হয়না তা নয়,
স্বপ্নেও হয় ভোর,স্থায়ী ক্ষণিক সময়।
তারপর কখন যে ডুবে যায় রবি,-----
তখন গোধূলির রক্তিম আকাশ ও বাংলার লাল মাটি হুবহু একই!
তখন কি হতাশার ঘন অন্ধকারে নিমজ্জিত হয় ?
আসলে এখন এ সবই অভ্যাসে দাঁড়িয়ে গেছে!
  
বরং ভোরের আলো-কেই  ক্ষণপ্রভা ভেবে---
বিশ্ব বাংলার গ্রাম আজও চমকায় !
চমকায় মা শ্যামার প্রিয় ফুল রক্তজবা দেখে;
আজও গ্রামের উর্বর মাটিতে এই ফুল জন্মায় সাত তাড়াতাড়ি ।