বাঁকের সামনে এলে(24-06-2018)
রণজিৎ মাইতি
--------------------
বাঁকের সামনে এলে মানুষের ক্ষুধা বেড়ে যায়
যদিও আগেই হয়েছে বিদ্ধ যাপিত অতীত
পায়ে গুপো,হাতে কড়া,মননে মরচে

দিঘিতে কি নীলাব্জ ফুটেছে,মালঞ্চে গোলাপ ?  
প্রশ্নের সম্মুখে এলে মানুষের যতো পিছুটান
অথচ নিবিড় জীবন গাঁথা সম্পর্ক নির্ভর
যেখানে মানুষ থাকে ঠোকাঠুকি থাকে,ভালোবাসা থেকে মানকলি
আর প্রতি পদে পদে জলৌকাও ওত পেতে থাকে


রক্তে বিতৃষ্ণা এলে ঘরে টেকা দায়
আজ সেখানেই জমে আছে ফতুরের মেঘ
ঘন কালো,বৃষ্টির সম্ভাবনা ফিফটি-ফিফটি