বারোমাস্যা (15-11-2018)
রণজিৎ মাইতি
--------------------
সুখের বারোমাস্যা শোনাতে গিয়ে  
আঁকি উত্তাল সমুদ্র আর নীলঘুর্ণির গল্প
তুমি বলো এতো প্রাতিস্বিক প্রেম


বিকিনি পরে শুয়ে পড়ি বালুকাবেলায়
ঢেউ ভাঙি,বালি মাখি,গড়াগড়ি খাই
এই মৌলিক স্বরলিপি আমার শান্তনা
খাদ থেকে চড়া সপ্তকে চড়াই রেওয়াজ
চড়াই উতরাই পথে বাহ্যিক উতরোল নেই


এটুকুই কি চরম সুখ আর প্রাপ্তির গল্প ?
মনে হয় স্বচ্ছ নীলাভ জলে নীলাব্জ ফুটেছে
ঢেউয়ের অভিঘাতে নড়ে চড়ে ওঠে দেহ মন দুই-ই


কেন ছুঁয়ে ছুঁয়ে যায় বালুকাবেলা বারবার
হায় ! টেনেও নিয়ে গেছে প্রিয় চটি জোড়া
বালাই ষাট ! যেনো ঘাড় ধরে টেনে নিয়ে গেছে  
ফিরে পাবো কি পাবো না তা তো জানি না


এদিকে সমগ্র আকাশ জুড়ে ঘন কালো মেঘ
এই বুঝি ভেঙে পড়ে মাথার উপর অঝোর ধারায়
চিরচেনা ক্যানভাসেও সুস্পষ্ট অশনি সংকেত
আঙুল ছোঁয়াতে গিয়ে খাই অবাঞ্ছিত শক
এখন প্রাণ হাতে ফেরা কি সম্ভব হবে ?
সুখের আকাশও মুখ ঢাকে অজানা আশঙ্কায় !
এসবের মাঝে ব্যতিক্রমী নিরো আজও বাজায় বেহালা