ব র্ষা ম ঙ্গ ল  (21-07-2017)
রণজিৎ মাইতি
--------------------
বীজই জানে এ আমন্ত্রণের মানে,
ঝরে অবিরাম জল,মাটি সপসপে।
ভেজা মাটি, বার্তা আনে কানে ।
এবার সৃষ্টি কর,সৃষ্টি কর হে মেদিনী।


অবগুন্ঠন খসে পড়ে প্রকৃতির ডাকে,
আলোকিত মুখ দেখি মুখে মুখ রাখে।
ডাকহরকরা হয়ে আকাঙ্ক্ষা জাগায়।
ঢাকে মুখ,ঝরে জল। ঝরে অবিরাম।


প্রেয়সীর মুখ দেখি লাবণ্যে উজ্জ্বল ।
নারী অন্তসত্ত্বা হলে যে রূপ ফোটে,
সেই চিকনতা দেখি পল্লবে পল্লবে ।
সঘন মেঘের ডাকে সম্ভাবনা আছে ।


আছে হড়পা বানের ভয়,তবু চাই জল ।
এখন মেঘমেদুর মাটি,খরা কি তা জানে।
বোঝেনা ঋতুবতী নারী রজঃহীনে কী বেদনা আছে।
অতিরজঃ পীড়া দেয়,তবু আছে আগামীর ডাক