বাঁশি  (11-08-2018)
রণজিৎ মাইতি
--------------------
আমার হৃদয়ে একটানা বেজে যায় বাঁশি  
এই মূর্চ্ছনা কি তোমার হৃদয়েও দোলা দেয় ?
মনে পড়ে বৃন্দাবন,কুঞ্জবনে প্রেমিক কৃষ্ণ
প্রেমের অমরতীর্থে যে বাঁশির সুরে মত্ত অভিসারে রাধা


যদিও আমি ঢাল-তলোয়ারহীন ছাপোষা নিরীহ,নিধুরাম
তবুও বুকে বেজে যায় বাঁশি অবিরাম
প্রেরণার প্রশ্ন আসে,একি রক্তের দোষ ?
জানে সংবাহী নাড়ি,স্নায়ু আর অজর অমর বীজকোষ


নিধুবন কোথা আছে ? হৃদকাননে ফোটা ফুল ?
কুসুম চয়ন করি,প্রেমের পাথেয় ভেবে ব্রজধুলি অঙ্গে মাখি রোজ