বীজ ছড়াতে গিয়ে  (11-04-2018)
রণজিৎ মাইতি
--------------------
বীজ ছড়াতে গিয়ে খেয়ে ফেলি আস্ত বীজ গোপনে গোপনে
আহা যেমন সুস্বাদু তেমন রোচক !
আর চাঁদনি রাতের গল্প করতে করতে ডুব দিই চাঁদের শরীরে
কি আশ্চর্য,এখানেও খাদ্য খাদক সম্পর্ক !


ক্রমশ আবাদি জমি হারিয়ে ফেলে বাকশক্তি
এবারও কি ছুঁয়ে যাবে না জ্যোৎস্নালোক কাজুর বাগান ?
হোক না ঝটিকাসফর


বাগানের মাথায় জমে আছে ঘন মেঘ
কখন যে অতিক্রম করে যায় অভিমানরেখা


তখন তুমি পরশপাথরের সন্ধান করো
আমি ছড়াই বীজের মাহাত্ম্য