বেলাভূমি  (24-08-18)
রণজিৎ মাইতি
--------------------
অভ্যাস বসে দরজায় সাঁটিয়ে রাখি স্বস্তিক চিহ্ন
বেলাভূমি পেছনে ফেলে---
যতোই যাই মাঝ দরিয়ায় দিকে
শান্ত হয়ে আসে ঢেউ
অথচ সেখানেও শান্তি পাই না


শুনেছি শ্মশানের সাথে শান্তির অমোঘ সম্পর্ক
অথচ ওখানেই মানুষের আজও যতো ভয়  
তখন মনে হয় মুখ ও মন দুটোই আলাদা


তাই পেছন ফিরে বারবার তাকাই সেই বালুকাবেলায়
বুক পেতে দিই,বিশেষ কায়দায় ভাঙি ঢেউ


স্মৃতিচারণে উঠে আসে সমগ্র ইতিহাস  
উর্ণাতন্তুর রহস্য কি সত্যিই রহস্যঘন ?


জ্বালা যন্ত্রণার ছটফট করলেও  
বাড়ি ফিরি পাঁচটা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সাথে বহুল প্রচারিত জাপানি তেল কিনে !