ভারত (12-03-2019)
রণজিৎ মাইতি
-------------
অভাবের বটঝুরি ঠিকই মাটি খুঁজে নেয়,যেমন জোঁক খুঁজে নেয় রক্ত। সে মাটি জন্ম মাটি,চেনা কি আজন্ম? আলো আছে আলো নেই আবছায়া ঘেরা;কতক ঘামের নুন আর তরুমূলে উইঢিপি কিসের সংকেত?মায়া,বড়ো মায়া হয়!হাঁ হতোস্মি শঙ্কর,ব্রহ্ম কোথায়? এখানে রামানুজও খুবই অসহায়; রোজই অর্চনা করি শালগ্রাম শিলা ভেবে এই স্তম্ভমূলে,কিছুটা অভ্যাস বসে কতক বিশ্বাস। শৈশব যৌবন গিয়ে বার্ধক্য এসেছে।ছানি পড়া চোখে দেখি ধীরে ধীরে স্ফীত হয় এই বটঝুরি; অথচ আজও কি এক ইঞ্চিও নড়েছে চড়েছে এই অভাবী ভারত !!!