ভেতরে বাইরে ঢেউ (26-10-2018)
রণজিৎ মাইতি
--------------------
ভেতরে বাইরে ঢেউ
এমন সময়---
            অনন্তকে জিজ্ঞাসা করোনা
কেন বন্দুকের ভেতরে কার্তুজ ভরা
                          
জলের গভীরে তলদেশে---
ডুবে আছে সূর্যদেব
নির্ঘুম রাত শেষে ভোরের আলোয়
দেখি,-----
তারও মুখ ভাঙা চোরা
ঠিক আমার মতোই
                      
সময়ই বলবে কথা সময় হলেই
যেমন উতল হাওয়াও কথা বলে


মানুষের ইতিহাস
কিংবা মানবেতর


চলমান ইতিহাসে-----
যতি চিহ্নের কোনও প্রয়োজন কি আছে ?