ভয় তো পাইনা (13-10-2017)
রণজিৎ মাইতি
--------------------
ছোট বড়র বিচারে যাইনা,--
ঢাকিয়ে দিই চাদর,মৃত্যর দেহে ।
এখন যাক শীত ঘুমে ।


জেগে থাকি রাতভর---
কোজাগরী চাঁদের মতো,
মুগ্ধ হই নশ্বরতায় ।
শুধু অসমাপ্ত কাজটুকু করে যেতে হবে--
নষ্টচন্দ্র দেখার আগেই ।


আপেক্ষিক হলেও ,---
সময়কে উপেক্ষা করতে পারিনা ।


চারদিকে ঢাকা গাঢ় অন্ধকার, মৃত্যুর ।
না আছে অতীত বর্তমান, না ভবিষ্যৎ।


তবু যদি রক্তচক্ষু দেখি,
বলবো,হে মৃত্যু-----
এখনো অতিক্রম করতে পারোনি জীবন ।