ভিন্নতা  (14-02-2018)


রণজিৎ মাইতি


--------------------


এভাবেই ভিন্নতার ভেতর মানুষের মৌলিক যাপন
টক ঝাল মিষ্টি গল্প কথায় ভরে ওঠে বুক
কোথাও উঁকি দেয় ভোরের সোনালী সূর্য,কোথাও গোধূলির রক্তিম রাগ
তুমি বেলুনের মতো ফুলে ওঠো,আমি চুপসে যাই


খিচুড়ি ভালোবাসি কিনা সে তর্কে যাই না কখনও
পক্ষে বিপক্ষে পাহাড় প্রমাণ নথি জমা হয়ে আছে
এভাবেই আমাদের মহাফেজখানা সমৃদ্ধ উদার
সুখ-দুঃখ,হর্ষ-বিষাদ,সাদা-কালো বৈপরীত্যে ভরা


ইরেজারে ভরসার গল্প চূড়ান্ত অলীক
বরং ভুল-ঠিক যাই হোক বলপেনে আঁক কেটে যাই !!